ট্রাম্পের নতুন শুল্ক পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়াতে পারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
ট্রাম্পের নতুন শুল্ক পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়াতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত গাড়ি এবং যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, নতুন শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পের প্রবৃদ্ধি ঘটবে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং দাম বৃদ্ধি পাবে। এছাড়া, এটি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্র ৮০ লাখ গাড়ি আমদানি করেছে, যা মোট গাড়ি বিক্রির প্রায় অর্ধেক এবং ২৪০ বিলিয়ন ডলারের বাণিজ্য। মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা এবং জার্মানি যুক্তরাষ্ট্রের প্রধান গাড়ি সরবরাহকারী দেশ। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল ভেঙে ফেলতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে মেক্সিকো ও কানাডায় পরিচালিত মার্কিন গাড়ি কোম্পানির কার্যক্রমও প্রভাবিত হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, এই শুল্ক শুধুমাত্র প্রস্তুত গাড়ি নয়, বরং যন্ত্রাংশেও প্রযোজ্য হবে।

ট্রাম্প সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সিদ্ধান্ত “স্থায়ী” এবং বলেছেন, “যদি আপনি যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করেন, তবে কোনো শুল্ক নেই।” জাপানও এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের সরকার “সব বিকল্প” খতিয়ে দেখবে বলে জানিয়েছে।