টানা দশদিন গাজায় ইসরায়েলের হামলা, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে টানা দশদিন ধরে গাজায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৮২ জন আহত হয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেক হতাহত ব্যক্তি আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় আরও ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
বাস্তুচ্যুত মানুষজনের অধিকাংশই সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। অনেকেই রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছেন, যেখানে খাবার, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন