সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বিষয়ে নতুন নির্দেশনা জারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বিষয়ে নতুন নির্দেশনা জারি

সরকারি কাজে বিদেশ সফরের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সফরের প্রয়োজনীয়তা যাচাই ও প্রক্রিয়া সহজ করতে গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ পরিপত্র জারি করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ সফরের অনুমতি নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই সফরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে হবে।

এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি দিকনির্দেশনা হলো:

  • সরকারি সফরে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের স্বামী/স্ত্রী ও সন্তানদের অন্তর্ভুক্ত করা যাবে না।
  • ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো ধরনের বিদেশ সফর কঠোরভাবে পরিহার করতে হবে।
  • জরুরি প্রয়োজন ছাড়া মাননীয় উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে সরকারি ব্যয়ের সাশ্রয় এবং সফরের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।