ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের ২২ দফা কর্মপরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের ২২ দফা কর্মপরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ২২টি কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে। এই কর্মসূচিগুলোর প্রায় সবগুলো আগামী অক্টোবর মাসের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়েছে ইসি, শুধু দু-একটি কাজ ছাড়া। বিষয়টি সোমবার (৭ এপ্রিল) নিশ্চিত করেছেন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, আইন ও বিধি সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটকেন্দ্র স্থাপনসহ নানা বিষয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগেও ইসি জানিয়েছিল, নির্বাচন ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনায় কাজ এগিয়ে চলেছে। সেজন্য সময়মতো নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতিও চলছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সুবিধা-অসুবিধা বিবেচনায় নেওয়া হবে না। কমিশন বাস্তবতার ভিত্তিতে দায়িত্ব পালন করছে।

ইসির কর্মপরিকল্পনার আওতায় রয়েছে: অংশীজনদের সঙ্গে সংলাপ, নির্বাচনী আইন ও বিধিমালা সংস্কার, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতির প্রক্রিয়া, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ ও উপযোগীকরণ, বাজেট প্রস্তুতি ও বরাদ্দ, ফলাফল প্রচার ও প্রকাশ ব্যবস্থা, ডিজিটাল মনিটর স্থাপন, আন্তঃমন্ত্রণালয় সভা, প্রশাসনিক ব্যবস্থা ও জনবল নিয়োগ, আইনশৃঙ্খলা রক্ষা, প্রশিক্ষণ ও ব্রিফিং, প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম, রাজনৈতিক দলের প্রচারণা নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ ব্যবস্থার সমন্বয়, বেসরকারি ফলাফল প্রচার ও আইসিটি সহায়তা। সবশেষে নির্বাচন তফসিল ঘোষণাও এই পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে।