জাপানে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। দুর্ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে, যখন নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকার একটি হাসপাতালে যাওয়ার পথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। কয়েক ঘণ্টা পর একটি টহল জাহাজ তাদের সন্ধান পায়। উদ্ধারকারীরা জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক রোগী, তার ৬৮ বছর বয়সী এক স্বজন এবং ৩৪ বছর বয়সী একজন চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি তিনজন—পাইলট, মেকানিক এবং একজন মেডিকেল স্টাফ—জীবিত আছেন।
হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।” হেলিকপ্টারটি পরিচালনাকারী কোম্পানির এক কর্মকর্তা জানান, পাইলট ও মেকানিক দুজনই অভিজ্ঞ ছিলেন এবং ফ্লাইটের সময় আবহাওয়াও স্বাভাবিক ছিল।
জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত বছরের জুলাইয়েও একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকায় কৃষিজমিতে বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হন।
আপনার মতামত লিখুন