নাইজেরিয়ার প্লাটেয়াও রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত, বাস্তুচ্যুত প্রায় ২০০০

নাইজেরিয়ার প্লাটেয়াও রাজ্যে সাম্প্রতিক একাধিক হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। সপ্তাহান্তে বোকোস জেলার ছয়টি গ্রামে এ হামলা চালানো হয়। ঘটনাগুলোর পেছনে সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও অঞ্চলটিতে কৃষক ও গবাদি পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের সহিংসতার ইতিহাস রয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরের পর এটি প্লাটেয়াওতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সেই সময় একই জেলায় ১০০ জনের বেশি নিহত হয়েছিলেন। এবারের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ২২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বন্দুকধারীরা ‘নৃশংস’ হামলা চালায় এবং অসংখ্য ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করে দেয়। নিরাপত্তা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তিনটি শিবিরে ১৮২০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা সংস্থাগুলোকে দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্লাটেয়াও অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মাবলম্বীর বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলটি বারবার আন্তঃসাম্প্রদায়িক সংঘাতে আক্রান্ত হয়েছে, যার পেছনে ধর্মীয় ও জাতিগত টানাপোড়েন ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে চারণভূমি হ্রাস ও কৃষি সম্প্রসারণের মতো কারণও দায়ী।
আপনার মতামত লিখুন