ঈদযাত্রায় সড়কে ৩১৫টি দুর্ঘটনা, নিহত ৩২২
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

এবারের ঈদুল ফিতরের সময় ঘরমুখো মানুষের যাতায়াতে দেশের সড়কপথে মোট ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২২ জন এবং আহত হয়েছেন ৮২৬ জন। বুধবার, ৯ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদের সময় শুধু সড়কপথেই নয়, রেল ও নৌ-পথেও দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক মানুষ। রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত এবং ১ জন নিখোঁজ রয়েছেন।
সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৩৪০টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৮৩৫ জন। ঈদের আনন্দমুখর সময়কেও ছাপিয়ে গেছে এসব দুর্ঘটনার করুণ চিত্র।
আপনার মতামত লিখুন