বিনিয়োগ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
বিনিয়োগ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্য দিতে গিয়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একপর্যায়ে কেঁদে ফেলেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। তখন দেশের জনসংখ্যা ছিল বর্তমানের এক-তৃতীয়াংশ। এরপর আসে ১৯৭৪…’ – এ কথাগুলো বলেই আবেগে নীরব হয়ে পড়েন তিনি। চোখ ছলছল করা অবস্থায় তিনি আবার বলেন, ‘ক্ষুধায় মানুষ মারা গেছে। ১৫ লাখ মানুষ সেই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে। তখন আমরা একটিই ফসল ফলাতাম, কৃষিই ছিল প্রধান পেশা। কৃষকদের তিন-চতুর্থাংশেরই নিজস্ব জমি ছিল না।’

ড. ইউনূস আরও জানান, ‘দুর্ভিক্ষের সময়ে গরিবদের জন্য ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশেষ করে নারীদের জন্য। সেখান থেকেই শুরু হয় গ্রামীণ ব্যাংকের পথচলা। তখন জানা ছিল না এটি কোন পথে যাবে, কিন্তু এটি একসময় বৈশ্বিক একটি মডেলে পরিণত হয়।’

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনার ভেতর একটা ১৯৭৪ বাস করে। মানুষকে শুধু সহায়তা দিলেই হবে না, তাদের শক্তিকে বের করে আনতে হবে। সমাধান আছে অবকাঠামো ও সক্ষমতা তৈরির মাধ্যমে।’

তিনি বাংলাদেশের দীর্ঘ অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘১৯৭৪ সাল থেকে ২০২৫—এই যাত্রা অনেক চমৎকার। এখন আমরা বড় বড় শিল্প, বৈদেশিক বিনিয়োগ, বিশাল বাজার ও তরুণ জনগোষ্ঠী নিয়ে আলোচনা করছি। খুব অল্প সময়েই বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।’