ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক নিয়ে জটিলতা: পারটেক্স ক্লাবের খেলোয়াড়দের বিসিবিতে অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক নিয়ে জটিলতা: পারটেক্স ক্লাবের খেলোয়াড়দের বিসিবিতে অভিযোগ

ঢাকা প্রিমিয়ার লিগে এবার পারিশ্রমিক নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন, কারণ তারা তাদের পাওনা পারিশ্রমিক এখনো পাননি। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ক্লাবটির ক্রিকেটাররা বিসিবির প্রধান নির্বাহী, নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দেন। তবে, বিসিবিতে গিয়ে তাকে না পাওয়ায়, তারা চিঠিটি বিসিবি পরিচালক নাজমূল আবেদীনের কাছে জমা দেন। পরে চিঠিটি সিইওর অফিসে জমা দিয়ে আসেন ক্রিকেটাররা।

আজ সকালে পারটেক্সের খেলোয়াড়দের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। যদিও ৩-৪ জন ক্রিকেটার একাডেমি মাঠে পারটেক্সের জার্সি গায়ে অনুশীলন করছিলেন, বেশিরভাগ ক্রিকেটারই দুপুর পর্যন্ত পারিশ্রমিকের আশ্বাসের অপেক্ষায় ছিলেন। দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায়, খেলোয়াড়েরা বিসিবিতে যান। তাদের মধ্যে সাব্বির রহমান ও মুক্তার আলীও ছিলেন।

পারটেক্সের কয়েকজন ক্রিকেটারের সাথে কথা বলে জানা গেছে, তাদের এবার কম পারিশ্রমিকে দলে নেওয়া হয়েছে, এবং সেগুলোও এখনও পরিশোধ করা হয়নি। খেলোয়াড়েরা জানাচ্ছেন যে, সমস্যা সমাধান না হলে তারা ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন। পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন, “খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে, বাকিটাও দেওয়া হবে। তারা ভয় পাচ্ছে দল ভালো না করায় হয়তো টাকা পাবে না।”