নারী ফুটবলারদের বিদ্রোহ ও কোচ পিটার বাটলারের অনুশীলনে ফিরে আসা: নতুন অধ্যায় শুরু

কাঁক ডাকা ভোরে ধানমন্ডির আবাহনী মাঠে যখন নারী ফুটবলাররা উপস্থিত হন, তখন সংবাদমাধ্যমের আগ্রহ ছিল বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে যোগদান নিয়ে। তাদের খবর ছিল, তারা কি অনুশীলনে ফিরছেন নাকি? অবশেষে তারা মাঠে এসে হাজির হয়েছেন। ব্রিটিশ কোচ পিটার বাটলার, যিনি বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে সম্পর্কিত সমস্যার সমাধানে মূল ভূমিকা রেখেছিলেন, অনুশীলন শেষ করে দুপুরে বাফুফে ভবনে গিয়েছিলেন।
গাড়ি থেকে নামার পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কোচ পিটার বাটলার প্রথম দিনের অনুশীলন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। “নো কমেন্টস,” বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে যান। তবে কোচের এমন নীরবতায় প্রশ্ন ওঠে, তিনি কি খুশি নন? বিদ্রোহী ফুটবলারদের মধ্যে ছিলেন সাবিনা খাতুন, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, যাঁরা ভুটানে লিগ খেলতে চলে গিয়েছিলেন। এছাড়া আরও কিছু ফুটবলারও ভুটানের লিগে খেলতে যাওয়ার জন্য বাফুফে থেকে ছাড়পত্র পেয়েছেন।
তবে, সানজিদা আক্তার জানালেন যে তারা খারাপ অবস্থায় নেই। “আমরা বাসায় গিয়েও অনুশীলন করেছিলাম। ক্যাম্পে থাকার সময়ও নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি,” বললেন তিনি। আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন কোচ পিটার বাটলার, এবং বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে সম্পর্কের সমস্যার সমাধান হয়েছে।
বৈঠকের পর সানজিদা আক্তার জানালেন, কোচ পিটার তাদের বলেছিলেন, “আগের যা ঘটেছে তা ভুলে আমরা নতুনভাবে শুরু করি,” এবং তারা সেভাবেই অনুশীলন করছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, আগামী সপ্তাহে বিদ্রোহী ফুটবলাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এভাবে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের সংখ্যা হবে ৫৫ জন।
আপনার মতামত লিখুন