“তারেক রহমান: জনগণের আস্থা অর্জন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়”
                                                                                        নিজস্ব প্রতিবেদক                                        
                                        প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
                                     
                                                                    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন না করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, প্রশাসন, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে দেশের উন্নতি থমকে গেছে এবং দেশের আইটি খাতসহ এসব প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে এবং যেসব নেতাকর্মী এই আস্থা নষ্ট করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।
যশোরে বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শীর্ষক কর্মশালায় তারেক রহমান এ কথা বলেন। কর্মশালায় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এবং অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।


 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মতামত লিখুন