৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছালো, হতে পারে আগস্টে

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (প্রারম্ভিক) পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্বঘোষিত তারিখ ২৭ জুনের পরিবর্তে এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৫ সালের আগস্টের প্রথম সপ্তাহে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর পিএসসির উচ্চ পর্যায়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।
২০২৪ সালে প্রকাশিত ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ৩,৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী এই বিসিএসে আবেদন করেছেন।
বর্তমানে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম—মোট চারটি বিসিএস পরীক্ষার কার্যক্রম চলছে, যার মধ্যে কিছু কিছু প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এই জট নিরসন করতে এবং ভবিষ্যতের বিসিএস পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ।
জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ অনুযায়ী, এখন থেকে বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে এবং নিয়োগপ্রক্রিয়া ছয় মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিসিএসের বিদ্যমান সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চাকরিপ্রার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মহল।
আপনার মতামত লিখুন