বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস

বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের প্রখ্যাত প্রতিষ্ঠান ‘এনগ্রো হোল্ডিংস’। ১০ এপ্রিল, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ দাউদ।

আলোচনায় দাউদ বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধির সম্ভাবনা তাদের আকৃষ্ট করছে এবং বিশেষ করে ভোলা অঞ্চল থেকে গ্যাস বিতরণে শিল্পখাতে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ তারা দেখছেন। তিনি এটিকে একটি প্রতিশ্রুতিশীল ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, টেকসই এবং দূরদর্শী সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোনিবেশ করা জরুরি, যা দেশের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগদানের অভিজ্ঞতা শেয়ার করে দাউদ জানান, এই সম্মেলনটি ছিল অত্যন্ত মানবিক, আন্তরিক এবং লক্ষ্যনির্ভর। বিডা আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনে এক ছাদের নিচে অসংখ্য শীর্ষ কোম্পানির অংশগ্রহণ দেখে তিনি বিস্মিত হন এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতাদের আবারও বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ শুধুমাত্র বিনিয়োগের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে। তিনি বিভিন্ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ খুঁজে দেখতে এনগ্রোকে উৎসাহ দেন।