মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিনে বাংলাদেশের জুলাই আন্দোলনের গাঁথা

বাংলাদেশের জুলাই আন্দোলনের দ্রোহ, সাহস এবং সম্ভাবনার গল্প এবার জায়গা করে নিয়েছে মেক্সিকোর স্বনামধন্য কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে। স্প্যানিশ ভাষায় প্রকাশিত এই ত্রৈমাসিক ম্যাগাজিনটি আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত এবং গত ৩৫ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক বিষয়বস্তুকে তুলে ধরে আসছে।
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যায় বাংলাদেশে ছাত্র-জনতার অদম্য প্রতিবাদ, তাদের অগ্রগতির চেতনা এবং আন্দোলন-পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে ৫ আগস্টের একটি প্রতীকী দৃশ্য কভার ফটোয় ব্যবহার করে, ম্যাগাজিনটির প্রায় এক-তৃতীয়াংশ পৃষ্ঠা জুড়ে স্থান পেয়েছে বাংলাদেশের এই ঐতিহাসিক আন্দোলনের নানা দিক। এটি শুধু একটি প্রতিবেদন নয়, বরং বাংলাদেশের সাহসী কণ্ঠস্বর ও পরিবর্তনের আশাবাদের আন্তর্জাতিক স্বীকৃতি।
এছাড়া ম্যাগাজিনটিতে স্থান পেয়েছে বাংলাদেশের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর একটি দীর্ঘ সাক্ষাৎকার। তিনি বর্তমানে সিনিয়র সচিব পদে নিযুক্ত। ৯ এপ্রিল বুধবার, তিনি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে ম্যাগাজিনটির কয়েকটি পৃষ্ঠা শেয়ার করে এই অর্জনের কথা জানান। তিনি লিখেছেন, মেক্সিকোর এই প্রভাবশালী ম্যাগাজিনে বাংলাদেশের অনমনীয় দ্রোহ ও অগ্রগতির গল্প উঠে আসা নিঃসন্দেহে একটি গর্বের বিষয়।
বাংলাদেশের অভ্যন্তরীণ ছাত্র আন্দোলনের এমন আন্তর্জাতিক স্বীকৃতি শুধু দেশের ইতিহাসকে বৈশ্বিক পরিসরে পরিচিত করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন