গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের মধ্যরাতের হামলায় নিন্দার ঝড়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের মধ্যরাতের হামলায় নিন্দার ঝড়

ইসরায়েলের বর্বর হামলার শিকার হলো গাজার আল-আহলি আরব হাসপাতাল। মধ্যরাতে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নরওয়ের চিকিৎসক ম্যাডস গিলবার্ট, যিনি দীর্ঘদিন ধরে গাজায় কাজ করে আসছেন। হতাশ গলায় তিনি বলেন, ‘কী ধরণের কাপুরুষ, দুঃখবাদী এবং সম্পূর্ণরূপে নীতিহীন সেনাবাহিনী মধ্যরাতে অসুস্থ ও আহতদের একটি হাসপাতালে আক্রমণ করে?’ তিনি আরও বলেন, এখনকার গাজার চেয়ে তিনি বরং নরকে থাকতে পছন্দ করতেন, কারণ এখানে যা ঘটছে তা মানুষের বেঁচে থাকার ক্ষমতাকেই ধ্বংস করছে।

গিলবার্ট হাসপাতালের ওপর হামলাকে সরাসরি অস্ত্রোপচার করা রোগী কিংবা গুরুতর আহতদের হত্যা করার মতো ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। হামলার পর ইসরায়েল দাবি করেছে, হাসপাতালটি হামাস দ্বারা ব্যবহৃত হচ্ছিল, তবে গিলবার্ট স্পষ্টভাবে জানান, ইসরায়েল এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি যে ফিলিস্তিনের হাসপাতালগুলো ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খুব অল্প সময়ের মধ্যে ভবন খালি করার হুঁশিয়ারি দিয়ে বিমান হামলা চালায়। এতে হাসপাতালের সার্জারি ইউনিট, আইসিইউ ও অক্সিজেন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে যায়। এই হামলা আরও একবার প্রমাণ করেছে—মানবিক স্থাপনাগুলো এখন আর রক্ষা পাচ্ছে না যুদ্ধের নির্মমতা থেকে।