ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে নতুন আশার আলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে নতুন আশার আলো

দীর্ঘদিনের বিরতির পর আবারও মুখোমুখি হলো ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের রাজধানী মাস্কাটে ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা। এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেন। বৈঠকের পর হোয়াইট হাউস একে ‘গঠনমূলক এবং ইতিবাচক’ বলে উল্লেখ করেছে। মার্কিন দূত জানান, দুই দেশের মতপার্থক্য কূটনীতির মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। আলোচনা শেষে উভয় পক্ষ আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে সম্মত হয়।

এই আলোচনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে বলা হয়নি। বরং দেশটির পারমাণবিক উপকরণ অস্ত্রে পরিণত না করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে আঞ্চলিক সংগঠন যেমন হামাস, হিজবুল্লাহ বা হুথিদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চায়।

প্রসঙ্গত, ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেয় প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরও ইরান প্রায় এক বছর চুক্তি মেনে চললেও পরবর্তীতে তারা ধীরে ধীরে শর্ত লঙ্ঘন করতে থাকে। ইরানের অভিযোগ, চুক্তিতে থাকা অন্যান্য দেশগুলো তাদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তবে সাম্প্রতিক এই আলোচনায় নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জেগেছে।