আম্পায়ারের সঙ্গে বিবাদে তাওহীদ হৃদয়ের ৪ ম্যাচ নিষেধাজ্ঞা, ডিমেরিট পয়েন্ট ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
আম্পায়ারের সঙ্গে বিবাদে তাওহীদ হৃদয়ের ৪ ম্যাচ নিষেধাজ্ঞা, ডিমেরিট পয়েন্ট ৮

তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। তবে দল যখন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে, তখন বড় ধাক্কা খেল সাদা-কালো শিবির। আম্পায়ারের সঙ্গে বিবাদের জেরে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন হৃদয়।

গত শনিবার (১২ এপ্রিল) ঢাকা ডার্বিতে আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালে মোহামেডানের এলবিডব্লিউ আবেদন প্রত্যাখ্যান করায় অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। পরে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে হৃদয় এক ম্যাচ নিষিদ্ধ হন এবং ৪ ডিমেরিট পয়েন্ট পান।

কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারদের প্রতি তীব্র সমালোচনা ও অশোভন ভাষা ব্যবহার করায় হৃদয়ের শাস্তি বেড়ে দাঁড়ায় মোট ৮ ডিমেরিট পয়েন্টে। এতে নিয়ম অনুযায়ী চার ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

হৃদয় বলেন, “তিনি (শরফুদ্দৌলা সৈকত) আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।” এমন মন্তব্য আইসিসির লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিসিবির ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় রিপোর্ট দিয়ে হৃদয়ের মন্তব্যকে “অশোভন, অশালীন ও অবমাননাকর” আখ্যা দেন। এর ভিত্তিতেই আরও ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়।

বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলেন, “হৃদয়ের এমন আচরণ হতাশাজনক। একজন জাতীয় দলের খেলোয়াড়ের কাছ থেকে শৃঙ্খলাবোধ প্রত্যাশিত। আইন মেনেই শাস্তি দেওয়া হয়েছে যেন এটি দৃষ্টান্ত হয়।”

এ নিষেধাজ্ঞা মোহামেডানের শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে, যেখানে অধিনায়ক হৃদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।