নতুন প্রত্যয়ে নববর্ষ ১৪৩২: বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকারে প্রধান উপদেষ্টা ইউনূসের বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
নতুন প্রত্যয়ে নববর্ষ ১৪৩২: বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকারে প্রধান উপদেষ্টা ইউনূসের বার্তা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার বার্তায় উঠে এসেছে নতুন বাংলাদেশের স্বপ্ন, সম্প্রীতির আহ্বান, এবং বৈষম্যহীন সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়।

তিনি বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার।”

নববর্ষকে নতুন বাংলাদেশের প্রথম বর্ষ হিসেবে চিহ্নিত করে তিনি দেশবাসীকে আহ্বান জানান নতুন উদ্যমে কাজ করার জন্য। ইউনূস বলেন, “পয়লা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেওয়ার দিন। চলুন, আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।”

তিনি সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিস্তারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান, যেন বাংলাদেশের ঐতিহ্য শুধু দেশেই নয়, পৌঁছায় বিশ্ব দরবারেও। নববর্ষ উপলক্ষে হালখাতা, বৈশাখী মেলা, শীতল পাটি, মাটির পুতুল, হাঁড়ি-পাতিল, হাতপাখা ইত্যাদি প্রসঙ্গে তিনি বলেন, এগুলো শুধু ঐতিহ্য নয়, বরং বাংলাদেশের সৃজনশীল উদ্যোক্তাদের চিহ্ন।

অধ্যাপক ইউনূস নববর্ষকে সর্বজনীন উৎসব হিসেবে অভিহিত করে বলেন, “পুরো পৃথিবীতে যেখানেই বাঙালিরা আছেন, আজ তাদের জন্য আনন্দের দিন, বর্ষবরণের দিন।” তিনি বাংলা সাল গণনার ইতিহাসও স্মরণ করিয়ে দেন—যা কৃষিকাজের সুবিধার্থে শুরু হয়েছিল ‘ফসলি সন’ হিসেবে, এবং যা আজো কৃষকের দৈনন্দিন জীবনের অংশ।

সবশেষে তিনি বলেন, “নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। সকল আয়োজন ও উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক।” এই বার্তায় জেগে ওঠে একটি নতুন, ঐক্যবদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন।