নববর্ষে রমনায় মিলনমেলা: ‘অমঙ্গল দূর হয়ে গেছে’, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলা নববর্ষ ১৪৩২-এর সকালে রমনা বটমূলে উপস্থিত হয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের অশুভ শক্তি দূর হয়েছে এবং বাংলাদেশ এখন একটি নতুন, আশাবাদী পথে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তাও দূর হয়ে যাবে।”
সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আজ রমনা বটমূলে সবার মিলনমেলা। সকালের শুরু থেকেই আনন্দঘন পরিবেশ। এটা খুবই আনন্দের বিষয় যে সব জাতি-গোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে নববর্ষ উদযাপন করছে। পাহাড়ি ভাই-বোনেরা বিজু, বৈসু, সাংগ্রাই উদযাপন করেছেন, আমরা বৈশাখ করছি—সবাই মিলে বর্ষবরণ করছি এক নির্মল পরিবেশে।”
প্রেস সচিব আরও বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক, আর সব জরা-অমঙ্গল দূর হয়ে যাক।”
এদিকে রমনার চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবারও নানা শিল্পকর্ম ও প্রতীকের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরে। শোভাযাত্রায় অংশ নেন সমাজের নানা স্তরের মানুষ। এটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয় সকাল সাড়ে ১০টায়।
ফেসবুক পোস্টে এক রম্য মন্তব্যে প্রেস সচিব লেখেন, “আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!”—এই মন্তব্যে বৈশাখের রঙিন উদযাপনের মধ্যেও রাজনৈতিক ব্যঞ্জনা পাওয়া যায়।
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ এবার যেন আরও বেশি একতাবদ্ধ, উদ্যমী এবং প্রত্যাশাময় এক বার্তা বহন করে আনলো।
আপনার মতামত লিখুন