জুলাই গণহত্যায় প্রথমবার গ্রেপ্তার হলেন একজন বিসিএস কর্মকর্তা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো হলো সাইফুল ইসলাম ও অনির্বান চৌধুরীকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
জুলাই গণহত্যায় প্রথমবার গ্রেপ্তার হলেন একজন বিসিএস কর্মকর্তা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে পাঠানো হলো সাইফুল ইসলাম ও অনির্বান চৌধুরীকে

নরসিংদীতে জুলাই মাসে ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যায় গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এই প্রথম কোনো বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার হলেন। একই মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম সরাসরি পুলিশকে গুলি করার নির্দেশ দেন। সোমবার (১৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। একই দিন অনির্বান চৌধুরীকেও একই অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, গুলির নির্দেশদাতাদের মধ্যে আরও কিছু ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে শহিদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। তাহমিদের মৃত্যুতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং তার লাশ নিয়ে মিছিল করার সময় আবারও গুলি চালানো হয়, যাতে আরও একজন প্রাণ হারান। শুধু নরসিংদীতেই জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন প্রায় ২০ জন এবং আহত হয়েছেন সহস্রাধিক।

এই গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত দায়ের করা ২২টি মামলায় মোট ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে গ্রেপ্তার করা হয়েছে মাত্র ৫৪ জনকে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে, তদন্ত রিপোর্টে আরও বিভিন্ন পেশার অভিযুক্তদের নাম উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।