দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নেবে দুদক

দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
তিনি জানান, ঢাকার একটি আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আগামী ২৭ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, “দুর্নীতির বিষয়ে বক্তব্য দেওয়ার একমাত্র সুযোগ আদালতেই রয়েছে।”
অভিযোগে বলা হয়েছে, ব্রিটেনে বসবাস করলেও টিউলিপ তার খালা শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন। ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে গুলশানের একটি সরকারি লিজ প্লট ইস্টার্ন হাউজিংকে বরাদ্দ দেওয়ার বদলে নিজে একটি ফ্ল্যাট লাভ করেন তিনি। একই ধরনের প্রভাব খাটিয়ে ২০২২ সালে পূর্বাচলে মা, ভাই ও বোনের নামে রাজউকের ১০ কাঠা করে জমি বরাদ্দ নেন।
চার্জশিট দাখিলের পর আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দুদক জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে ইন্টারপোলসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে।
এদিকে, বুধবারই আরও একটি আলোচিত মামলায় ৮৭ কোটি টাকার সরকারি জমি মাত্র ১ হাজার টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে হস্তান্তরের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে সায়ান রহমানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এই দুটি ঘটনা দেশের উচ্চপর্যায়ের দুর্নীতি মোকাবেলায় দুদকের চলমান কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন