ছয় দফা দাবিতে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে এই ঘোষণা দেন প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। একই সঙ্গে তিনি আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কথাও জানান।
জুবায়ের পাটোয়ারী বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হলেও দাবিগুলো লিখিতভাবে মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, “সরকার যদি একজন প্রিন্সিপাল বদলি করতেও সারাদিন সময় নেয়, তাহলে আমাদের যৌক্তিক দাবি কীভাবে বাস্তবায়ন করবে?” আন্দোলন থেকে ঘোষণা আসে, সরকারের প্রতি অনাস্থা জানিয়ে আগামীকাল থেকে ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে, যা কার্যত একটি অসহযোগ আন্দোলনের সূচনা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দেশের সংস্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ তাঁদের দাবি উপেক্ষা করা হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই তিনি সব পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান। আন্দোলনের আরেক মুখপাত্র মাশফি রহমান জানান, জনদুর্ভোগ বিবেচনায় আজকের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে কালকের রেলপথ অবরোধ কখন শুরু হবে, তা কারিগরি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে জানানো হবে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— অবৈধ নিয়োগ বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, কোর্স কারিকুলামে মানসম্পন্ন সংস্কার ও ইংরেজি মাধ্যমে পাঠদান নিশ্চিত করা, উপযুক্ত পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের সংরক্ষিত নিয়োগ বাস্তবায়ন, কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ বাধ্যতামূলক করা, কারিগরি শিক্ষার জন্য আলাদা মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন, এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
শিক্ষার্থীদের এই আন্দোলন এখন দেশের কারিগরি শিক্ষার কাঠামো এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন