অফিস সময়ে সভায় অংশগ্রহণে সম্মানী গ্রহণ না করার নির্দেশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি কর্মকর্তাদের অফিস সময়ের মধ্যে কোনো সভায় অংশগ্রহণের বিনিময়ে সম্মানী না নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি উপদেষ্টার অধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি অফিস সময়ের মধ্যে আয়োজিত সভাগুলোর জন্য সম্মানী গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এই নির্দেশনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে।
এ প্রসঙ্গে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম জানান, নিয়মিত বা রুটিন সভাগুলোর জন্য সম্মানী গ্রহণ করা যাবে না। তবে কোনো বিশেষ প্রকল্প বা স্পেশাল কাজের সভা, যেখানে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলারের ভিত্তিতে সম্মানী দেওয়ার নিয়ম রয়েছে, সেখানে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
আপনার মতামত লিখুন