ভিয়েতনাম থেকে আরও সাড়ে ১২ হাজার টন চাল দেশে এসেছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও সাড়ে ১২ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য অধিদফতরের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে। শনিবার, ১৯ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির জন্য ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে। নতুন আসা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত খালাসের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন