ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে পরোক্ষ আলোচনা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে পরোক্ষ আলোচনা শুরু

ইতালির রাজধানী রোমে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার ‘পরোক্ষ আলোচনা’ শুরু হয়েছে, যেখানে ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচিত হবে।

এছাড়া, ইতালিতে অবস্থিত ওমান দূতাবাসে আয়োজিত এই আলোচনা শুরুর আগের দিন, শনিবার (১৯ এপ্রিল) ভোরে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোমে পৌঁছান।

আলোচনার ফাঁকে, আরাঘচি ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকল পক্ষকে একটি যৌক্তিক ও যুক্তিসঙ্গত বোঝাপড়ায় পৌঁছানোর গুরুত্ব স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা জরুরি, পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সন্দেহ দূর করতে স্বেচ্ছাসেবী আস্থা তৈরি করা সম্ভব।

ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতির ওপর জোর দিয়ে আরাঘচি বলেন, ইরান গণবিধ্বংসী অস্ত্র প্রত্যাখ্যান করেছে এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত একটি পরিবেশ প্রতিষ্ঠার পথে একমাত্র বাধা হচ্ছে ইসরায়েলি শাসনব্যবস্থা। তিনি ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান-বিরোধী স্টেরিওটাইপ থেকে বের হয়ে একটি দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানান।

ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীও ইরান এবং ইতালির দীর্ঘ সম্পর্কের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে, ইরান-মার্কিন আলোচনা সফল করার জন্য কোনো সহায়তা প্রদান করতে ইচ্ছুক থাকার কথা জানান।

আগের দফায়, ১২ এপ্রিল ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রথম দফার আলোচনা করেছিলেন।