দিল্লিতে চারতলা ভবন ধসে ১১ জন নিহত, ধ্বংসস্তূপে আটকে আরও অনেকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
দিল্লিতে চারতলা ভবন ধসে ১১ জন নিহত, ধ্বংসস্তূপে আটকে আরও অনেকে

ভারতের দিল্লির দয়ালপুর এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ে দুই নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) ভোরে ঘুমন্ত অবস্থায় বাসিন্দারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এমন তথ্য জানানো হয়েছে।

ভবনটি ধসে পড়ার সময় ছিল ভোর ২টা ৩৯ মিনিট। দিল্লি ফায়ার সার্ভিসের বিভাগীয় ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, তারা ভোর ২টা ৫০ মিনিটে এই বিপর্যয়ের সংবাদ পান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পুলিশের ধারণা, ভবনটিতে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় বসবাস করছিলেন। ধসের সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমাচ্ছিলেন, ফলে হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী একযোগে কাজ করছে।

ভবন ধসের কারণ এখনো জানা না গেলেও স্থানীয় বাসিন্দারা বলছেন, ভবনটির কাঠামোগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাব এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।