মিডিয়া স্বত্ব বিক্রি না হওয়ায় বিটিভিতে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সম্প্রচার স্বত্ব বিক্রি না হওয়ায় কিছুটা হতাশা থাকলেও অন্তত খেলা দর্শকদের কাছে পৌঁছাবে—এটাও বড় স্বস্তির।
শনিবার বনানীতে এক অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতি একটু কঠিন, কারণ দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব পর্যায়েই মন্দা চলছে। পাশাপাশি সরকারের পট পরিবর্তনের প্রভাবও মিডিয়া স্বত্ব বিক্রির জটিলতায় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
বিটিভির স্লট পাওয়াকে ইতিবাচক উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, স্লট কিনতে না হলেও খেলা সরাসরি সম্প্রচার করতে পারায় তারা কৃতজ্ঞ। বিসিবি সচিবের উদ্যোগেই বিষয়টি সম্ভব হয়েছে বলে জানান তিনি। বিটিভির পাশাপাশি অন্য একটি বেসরকারি টিভি চ্যানেলেও খেলা দেখানোর চেষ্টা চলছে।
এছাড়া, আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। ইতিমধ্যে সে লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন