রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২২ জুন করলো নির্বাচন কমিশন

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার, ২০ এপ্রিল সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই ঘোষণা দেন। তিনি জানান, কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল, সেই প্রেক্ষিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির সংশ্লিষ্ট দপ্তরের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুনভাবে আবেদন জমা দিয়েছে। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও আবেদন তালিকা প্রস্তুতের প্রক্রিয়া চলছে।
এর আগে নির্বাচন কমিশন মার্চ মাসে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ছিল ২০ এপ্রিল।
আপনার মতামত লিখুন