রেমিট্যান্সে রেকর্ড গতি: এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে প্রায় ২১ হাজার কোটি টাকা

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২১ হাজার কোটি টাকা বা ১৭১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ১০৩ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ পৌঁছাতে পারে প্রায় পৌনে তিন বিলিয়ন ডলারে, যা গত বছরের এপ্রিলের ২ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।
এ পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ডলার। এর আগেও চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে এক মাসের রেকর্ড গড়েছে বাংলাদেশ—মোট এসেছে ৩২৯ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ৪০ হাজার কোটি টাকারও বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি ও অবৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা কমেছে এবং প্রবাসীরা ব্যাংক ও খোলাবাজারে ডলারের সমান দাম পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হচ্ছেন। এতে শুধু রেমিট্যান্স বেড়েই যাচ্ছে না, বরং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সমৃদ্ধ হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ এবং মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থবছর শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড হতে পারে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন