আল আকসা নিয়ে এরদোয়ানের কড়া বার্তা: তুরস্ক কখনো চুপ থাকবে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
আল আকসা নিয়ে এরদোয়ানের কড়া বার্তা: তুরস্ক কখনো চুপ থাকবে না

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, মুসলমানদের জন্য পবিত্র হারাম আল শরীফের পবিত্রতা রক্ষায় তুরস্ক সবসময় অটল থাকবে। শুক্রবার (১৮ এপ্রিল) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আল আকসা মসজিদ এবং কুব্বত আল সাখরাসহ হারাম আল শরীফকে অবিভাজ্য একটি মুসলিম স্থাপনা হিসেবে ঘোষণা করেন এবং বলেন, এর ১৪৪ একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষতই থাকবে। তিনি এটিকে তুরস্কের জন্য একটি ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই অবস্থান কখনো বদলাবে না।

এরদোয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা ও ঐক্যের প্রতি হুমকি সৃষ্টি করে এমন সমস্ত উসকানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী ধর্মীয় স্থাপনার প্রতি তুরস্কের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরদোয়ানের ভাষায়, “আমাদের অঞ্চলে অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে তুরস্ক কখনো চুপ থাকেনি, এখনো চুপ থাকবে না।”

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তাকে তিনি ‘নৈতিক পতন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নীরব; যখন শিশুদের হত্যা করা হচ্ছে, তখন মানবাধিকার সংস্থাগুলো চুপচাপ দেখছে।

এরদোয়ান পশ্চিমা রাষ্ট্রগুলোর সমালোচনায় বলেন, যারা স্বাধীনতা, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলে গর্ব করে, তারা এখন ইসরায়েলের ১৮ মাস ধরে চলা নৃশংসতার মুখে ‘তিন বানরের’ ভূমিকা পালন করছে—চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ। তিনি প্রশ্ন তোলেন, “যারা ছোটখাটো ঘটনার জন্যও নিষেধাজ্ঞা আরোপে দেরি করে না, তারা এখন কোথায়?”

তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্য বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি কড়া বার্তা—ফিলিস্তিনের প্রতি তাদের অবস্থান স্পষ্ট এবং ন্যায়বিচার, মানবতা ও শান্তির পক্ষে দাঁড়ানোকে তারা নিজেদের দায়িত্ব মনে করে।