গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ২৫ জন

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যমতে, রোববার (২০ এপ্রিল) ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দখলদার ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে। এতে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। পরে পূর্ব রাফায় বেসামরিক একটি দলের ওপর ড্রোন হামলায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় আক্রমণ শুরু করে। এরপর থেকে আকাশ ও ভূমি—দুই দিক থেকেই গাজায় হামলা চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু গত মাসেই এসব হামলায় ১,৮২৭ জন প্রাণ হারিয়েছেন। চলমান যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,২০১ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই সংখ্যা জাতিসংঘের জন্যও একটি নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচিত।
বৈশ্বিক উদ্বেগ: যুদ্ধাপরাধের আশঙ্কা ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে গাজায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে এ হামলার নিন্দা ও মানবিক সহায়তার আহ্বান আরও জোরালো হচ্ছে।
আপনার মতামত লিখুন