ইরানের সঙ্গে ‘যুগান্তকারী’ কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর পুতিনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
ইরানের সঙ্গে ‘যুগান্তকারী’ কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। সোমবার (২১ এপ্রিল) তিনি এই আইনে স্বাক্ষর করেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। চুক্তিটির নথি রাশিয়ার সরকারি আইনি তথ্যের ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়েছে।

এই চুক্তির মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে দীর্ঘমেয়াদে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হলো। চুক্তিটি দুই দেশকে কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদা দেয় এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, জ্বালানি, অর্থনীতি, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণ করে।

২০২৫ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়। এরপর চলতি এপ্রিল মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা ও ফেডারেশন কাউন্সিল একযোগে চুক্তিটির অনুমোদন দেয়।

চুক্তিটি স্বাক্ষরের সময় পুতিন এটিকে ‘একটি যুগান্তকারী দলিল’ হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট বলেন, এটি রাশিয়া-ইরান সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করবে।