ইউক্রেনে নাৎসি শাসনের অভিযোগ, শান্তির জন্য সরকার পরিবর্তনের দাবি আজারভের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
ইউক্রেনে নাৎসি শাসনের অভিযোগ, শান্তির জন্য সরকার পরিবর্তনের দাবি আজারভের

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলে আজারভ দেশটির বর্তমান সরকারকে ‘নাৎসি শাসনব্যবস্থা’ আখ্যায়িত করে বলেছেন, এই শাসনের অধীনে বাকস্বাধীনতা নেই এবং বিরোধী দল ও প্রচলিত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তিনি মনে করেন, ইউক্রেনে যদি দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন করতে হয়, তবে বর্তমান শাসনব্যবস্থাকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী আজারভ বলেন, বর্তমানে খনিজ সম্পদ, যুদ্ধবিরতি এবং অঞ্চল সম্পর্কিত নানা বিষয়ের ওপর আলোচনা চলছে। তবে তিনি প্রশ্ন তোলেন, একই সরকার থাকলে এসব আলোচনা কতটা ফলপ্রসূ হবে। তার মতে, এমনকি কোনো চুক্তি হলেও বর্তমান সরকার তা রক্ষা নাও করতে পারে।

আজারভ আরও বলেন, স্থায়ী শান্তির জন্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সরকার অপরিহার্য। বর্তমান পরিস্থিতিতে কিয়েভ সরকারের কাছ থেকে নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচনও আশা করা যায় না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পূর্ববর্তী নেতাদের চেয়ে আলাদা হওয়ায় তার ভূমিকায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা সহজ হতে পারে।

আজারভ তার বক্তব্যে বারবার জোর দিয়ে বলেন, ইউক্রেন আজ বাকস্বাধীনতাহীন একটি দমনমূলক শাসনে চলছে এবং শান্তির পথে অগ্রসর হতে হলে এই শাসনব্যবস্থার বদল অনিবার্য।