বিয়ের অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, আহত ৫

ভারতের বিহারের ভোজপুর জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে শুরু হওয়া তর্কবিতর্ক প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। রোববার (২০ এপ্রিল) রাতে গড়হানি থানা এলাকার লাহারপা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন গাড়ি রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষ অস্ত্র বের করে একে অপরের দিকে গুলি চালায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুই জনের নাম লবকুশ ও রাহুল বলে জানা গেছে।
গুলিবিদ্ধ পাঁচ জন বর্তমানে ভোজপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার পেছনে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন