তৃতীয় দফা যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (২২ এপ্রিল) তার এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগেও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন আরাঘচি।
চীন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত, তার অন্যতম স্বাক্ষরকারী দেশ। এই চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এতে যুক্ত ছিল জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চার স্থায়ী সদস্য—ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এর পর ইরানও এক বছরের মধ্যে চুক্তির শর্ত থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে। ক্ষমতায় থাকাকালে ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে নতুন আলোচনার আহ্বান জানান, অন্যদিকে সামরিক পদক্ষেপের হুমকিও দেন।
পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে, যদিও তেহরান তা বরাবরই অস্বীকার করে।
ইরান জানিয়েছে, তৃতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ওমান মধ্যস্থতা করছে। আলোচনায় অংশ নেবেন আরাঘচি এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। এই দফার বৈঠক শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন