রাতের মধ্যে ১০ অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে দেশের ১০টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ার আশঙ্কাপূর্ণ অঞ্চলগুলো হলো রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন