যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের সুফল পেতে পারে ভারতীয় বিমান সংস্থাগুলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের সুফল পেতে পারে ভারতীয় বিমান সংস্থাগুলো

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের ফলে ভারতীয় বেসরকারি বিমান সংস্থাগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। চীন সরকার শুল্কযুদ্ধের কারণে মার্কিন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাতিল করার পর, ভারতীয় সংস্থাগুলোর জন্য উড়োজাহাজ সংগ্রহের একটি সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে এয়ার ইন্ডিয়া এবং আকাশ এয়ারকে ইতিমধ্যে একাধিক বোয়িং ৭৩৭ ম্যাক্স ও ৭৮৭ ড্রিমলাইনারের বরাত দেওয়া হয়েছে, যা এখন দ্রুত সরবরাহ করা সম্ভব হবে।

চীন যে ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের বরাত দিয়েছিল, তা বাতিল করে দেওয়ার ফলে সেই উড়োজাহাজগুলো ভারতের দিকে চলে আসতে পারে। বোয়িংয়ের কাছে বর্তমানে ১০টি পুরোপুরি তৈরি উড়োজাহাজ পড়ে রয়েছে। এই পরিস্থিতি ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য লাভজনক হতে পারে, কারণ তাদের উড়োজাহাজ পেতে সময় কম লাগবে।

এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠী বোয়িংকে দ্রুত উড়োজাহাজ সরবরাহের অনুরোধ করতে পারে, যা এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ারের জন্য উপকারি হবে। এভাবে অতীতে এয়ার ইন্ডিয়া দ্রুত উড়োজাহাজ পেয়ে উপকৃত হয়েছিল।

এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার উড়োজাহাজের জন্য অপেক্ষা করছে, কারণ তাদের যাত্রী সংখ্যা বাড়লেও পর্যাপ্ত বিমান নেই। আকাশ এয়ার ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর, উড়োজাহাজের অভাবে নানা সমস্যার মুখে পড়েছে।