ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা আল-আকসা মসজিদে

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের পাহারায় পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আল জাজিরা এই খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উত্তেজিত করার জন্য ঘটনাস্থলে দলে দলে ঘুরে বেড়িয়েছে। ওয়াফা জানিয়েছে, গোটা পুরাতন শহরজুড়ে ব্যাপকভাবে ইসরাইলি বাহিনী মোতায়েন রয়েছে এবং আল-আকসা মসজিদে যাওয়ার প্রতিটি গেটের সামনে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা ওই এলাকা এখন ‘সামরিক ব্যারাক’ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি পুলিশ। এই ঘটনায় চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি-নির্ভর ভিডিও, যেখানে আল-আকসা মসজিদ ধ্বংস এবং তার স্থানে থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওটি কট্টরপন্থি বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন