শীর্ষ সন্ত্রাসীর হুমকির অভিযোগে জিডি করলেন সচিব জাহেদা পারভীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসীর হুমকির অভিযোগে জিডি করলেন সচিব জাহেদা পারভীন

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে হুমকি পাওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি শাহবাগ থানায় এ জিডি করেন।

জাহেদা পারভীনের একান্ত সচিব মো. নাজিমুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে জাহেদা পারভীনের ব্যক্তিগত মোবাইলে কল আসে। নিজেকে গাজীপুরের হাছান সরকারের ছেলে পরিচয় দিয়ে একজন তার সঙ্গে কথা বলে এবং একপর্যায়ে একজনকে ফোন ধরিয়ে দেয়। ওই ব্যক্তি নিজেকে শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয় দিয়ে সচিবের কাছে টাকা দাবি করেন। তিনি হুমকি দিয়ে বলেন, “অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় তাকে অপহরণ করা হবে।”

এ ধরণের হুমকিকে ভীতিকর ও উদ্বেগজনক উল্লেখ করে সচিব জাহেদা পারভীন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কে আসলে এই হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”