থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে হালকা বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে হালকা বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশে হুয়া হিন জেলায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সমুদ্র সৈকতের কাছে ঘটে এ দুর্ঘটনাটি, যেখানে ৬ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করছিল। কিন্তু প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়।

তবে, বিমানটির মডেল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার বিমান দেখা গেছে। বিমানটি হুয়া হিন বিমানবন্দরের কাছে উপকূল থেকে ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে দুটি টুকরো হয়ে যায়।