তদবির বাণিজ্যের অভিযোগের মুখে সহকারী একান্ত সচিব মোয়াজ্জেমের পদত্যাগ, ঠিকাদারি লাইসেন্স বাতিল উপদেষ্টার বাবার

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বন্ধু ও সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সম্প্রতি তদবির বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এই অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে। আলোচনার মধ্যেই মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, এই অব্যাহতির পেছনে দুর্নীতির অভিযোগের কোনো ভূমিকা নেই। বিবিসি বাংলাকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “মোয়াজ্জেম স্থায়ী চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আগেই পদত্যাগের আবেদন করেছিলেন। সেটিই মঞ্জুর করা হয়েছে।” একই দাবি সামাজিক মাধ্যমে নিজেও করেছেন মোয়াজ্জেম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, অভিযোগের বিষয়ে তারা আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, তাহলে দুদককে অবশ্যই ইনভলভ করবো।”
এদিকে উপদেষ্টার পারিবারিক ক্ষেত্রেও বিতর্ক ছড়িয়েছে। তার বাবা সজীব ভূঁইয়ার পক্ষে থাকা ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা দাবি করেন, তার বাবা সরল বিশ্বাসে একটি ভুল করেছেন এবং বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে দুর্নীতিবিরোধী আন্দোলনকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, বিষয়টি আলোচনায় না এলে একজন উপদেষ্টার বাবার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আদৌ আসত কিনা।
এই পুরো পরিস্থিতি সরকারের উচ্চপর্যায়েও ঘনিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন