তাপমাত্রা বাড়ছে, তবে কয়েক বিভাগে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ শুক্রবার (২৫ এপ্রিল) দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।
আগামী শনিবার ও রবিবার (২৬ ও ২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে কিংবা সামান্য হ্রাস পেতে পারে।
চলমান তাপপ্রবাহ এবং আবহাওয়ার তারতম্যে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন