এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ঈদে সুখবর, উৎসব ভাতা দ্বিগুণ হচ্ছে

আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এবার তাদের উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাবেন।
সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি মেলে।
সরকারি হিসাব অনুযায়ী, এ সিদ্ধান্ত কার্যকর হলে বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা। তবে নতুন করে বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেট থেকেই অর্থ সংস্থান করা হবে। অব্যয়িত বরাদ্দ ও সরকারিকরণ হওয়া প্রতিষ্ঠানের কারণে সাশ্রয় হওয়া অর্থ ব্যবহার করে এই উৎসব ভাতা দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারের ঈদুল আজহা থেকেই ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এ সংক্রান্ত চূড়ান্ত সম্মতি নিতে অর্থ সচিবকে চিঠিও পাঠানো হয়েছে।
এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে জাতীয়করণ ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন