জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। ৩০ জানুয়ারি, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানিয়েছেন, তারা বাংলাদেশে তাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। একইসঙ্গে তিনি জাপান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও বাংলাদেশের জন্য জাপানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন এবং এই সম্পর্ককে আরও জোরালো করার আগ্রহ প্রকাশ করেন।
বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। ড. ইউনূস জানান, বাংলাদেশ এখন পশ্চিম ও পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে, এবং ব্যবসা করার সুযোগ খুঁজছে।
এছাড়া, রাষ্ট্রদূত সাইদা শিনিচি, বাংলাদেশে জাপানের অর্থায়নপুষ্ট চলমান প্রকল্পগুলোর সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রোরেল, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ক্ষেত্রে।
ড. ইউনূস রোহিঙ্গাদের জন্য জাপানের অব্যাহত সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য স্থায়ী সমাধানে সহযোগিতার জন্য জাপানকে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন