ডিপিএলে হ্যাটট্রিক শিরোপা জয়ে আবাহনী, মোহামেডানকে হারাল ৬ উইকেটে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
ডিপিএলে হ্যাটট্রিক শিরোপা জয়ে আবাহনী, মোহামেডানকে হারাল ৬ উইকেটে

শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে টানা তৃতীয়বারের মতো ডিপিএলের চ্যাম্পিয়ন হলো আকাশী-নীলরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সুপার লিগের শেষ রাউন্ডের এই ম্যাচ, যা অলিখিত ফাইনাল হিসেবেই বিবেচিত হচ্ছিল। আবাহনীর এটাই ছিল ২৪তম শিরোপা জয়।

টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৪০ রান। দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক করেন সমান ৫০ রান। এছাড়া রনি তালুকদার করেন ৪৫ ও ফরহাদ হোসেন করেন ৪২ রান।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর শুরুটা স্থিতিশীল না হলেও দলের দায়িত্ব নেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিথুন। তাদের ১৩৫ রানের অনবদ্য জুটি দলকে জয় এনে দেয়। মোসাদ্দেক অপরাজিত থাকেন ৭৮ রানে এবং মিথুন করেন অপরাজিত ৬৬ রান।

১৬ ম্যাচে ১৪ জয় ও ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে ওঠে আবাহনীর খেলোয়াড়রা। ঐতিহ্যবাহী এই ক্লাবটি আরও একবার প্রমাণ করল কেন তারা দেশের সেরা দলগুলোর একটি।