টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

নাটকীয়তায় ভরপুর ছিল এবারের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ে খেলা স্থগিত হয়ে যাওয়ার সাত দিন পর মাঠে গড়ায় বাকি সময়ের খেলা, কিন্তু সেখানেও মীমাংসা না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের করে নেয় বসুন্ধরা কিংস।
টাইব্রেকারেও জমেছিল নাটকীয়তা। আবাহনীর হয়ে চতুর্থ শট নিতে আসেন মিরাজুল ইসলাম, কিন্তু তার শট ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ। সেই মুহূর্তে এক গোলের লিডে থাকা কিংস তখনই শিরোপা জয় উৎসবে মেতে ওঠে। তবে রেফারি ইতোমধ্যেই ফাউলের সংকেত দিয়েছিলেন, যার ফলে সেই শট পুনরায় নিতে হয়।
রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। প্রতিবাদ জানালে রেফারি সায়মন সানি তাকে হলুদ কার্ড দেখান। পুনরায় নেওয়া শটে মিরাজুল এবার বল জালে পাঠান।
শেষ ও পঞ্চম শট নিতে আসেন কিংসের ব্রাজিলিয়ান খেলোয়াড় ড্যাসিয়েল। তার নেওয়া শট সফলভাবে জালে প্রবেশ করলে নিশ্চিত হয় কিংসের বিজয়। মাঠে শুরু হয় বিজয়ের উল্লাস, আর দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের শিরোপা উঠল বসুন্ধরা কিংসের শোকেসে।
আপনার মতামত লিখুন