সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ, শেষ বিকেলে হোঁচট

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ, শেষ বিকেলে হোঁচট

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নিয়ে তাদের প্রথম ইনিংস ২২৭ রানে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় যোগ করেন ১১৮ রান। দীর্ঘ ৩৩ ইনিংস ও ২৮ মাস পর টেস্টে উদ্বোধনী জুটিতে ১০০ রানের দেখা পেল টাইগাররা। এনামুল আউট হলেও এক প্রান্ত আগলে রেখে সাদমান পূর্ণ করেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে সাদমান যোগ করেন আরও ৭৬ রান। তবে দলীয় ১৯৪ রানে পরপরই ফিরে যান দুজনেই। এরপরও বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে ছিল, কারণ শান্ত ও মুশফিক মিলে গড়েন আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি। কিন্তু ২৩ রান করে শান্ত এবং ৪০ রানে রান আউট হন মুশফিক। এর আগে মাত্র ৫ রান করে আউট হন জাকের আলী, আর ৩ রান করে নাঈম হাসানও দ্রুত বিদায় নেন।

শেষ সেশনে মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শেষে ৭ উইকেটে ২৯১ রান করে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ১৬ এবং তাইজুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়ায় ৬৪ রানে।

এর আগে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় দুই পেসার দিয়ে বোলিং শুরু করলেও তারা খুব একটা সুবিধা করতে পারেননি। অভিষিক্ত তানজিম হাসান পান একটি উইকেট, হাসান মাহমুদ উইকেটশূন্য। মূল কাজটা করেছেন স্পিনাররা। জমে যাওয়া জুটি ভেঙে দিয়ে নাঈম হাসান নেন দুই ওভারে দুই উইকেট। আর তাইজুল ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট।

এখন বাংলাদেশের লক্ষ্য থাকবে শেষ ৩ উইকেট থেকে যতটা সম্ভব রান তুলে নেওয়া। অন্যদিকে জিম্বাবুয়ে চেষ্টা করবে দ্রুত ইনিংস গুটিয়ে দিয়ে লিড সীমিত রাখার।