সিন্ধু পানি চুক্তি স্থগিত: বিলাওয়ালের হুঁশিয়ারিকে ‘শিশুসুলভ’ বললেন ওয়াইসি

সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তানি রাজনীতিক বিলাওয়াল ভুট্টো জারদারির হুঁশিয়ারিতে বিতর্কের ঝড় উঠেছে। ভারতের হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এই হুঁশিয়ারিকে ‘শিশুসুলভ কথাবার্তা’ হিসেবে কটাক্ষ করেছেন। ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিলাওয়াল ভুট্টো পেহেলগামে সাম্প্রতিক সশস্ত্র হামলার পর এক সমাবেশে বলেন, “সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে—হয় পানি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, অথবা তাদের রক্ত।”
এই মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওয়াইসি তীব্র সমালোচনায় বলেন, “এই ধরণের শিশুসুলভ কথাবার্তা ভুলে যান। তিনি জানেন না তার দাদার সাথে কী হয়েছিল? তার মার সঙ্গে কী হয়েছিল? তার মা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তাই অন্তত, তার এভাবে কথা বলা উচিত নয়।” তিনি প্রশ্ন তোলেন, “আপনি কি জানেন আপনি কী বলছেন?” ওয়াইসি আরও বলেন, “তার ভাবা উচিত কে তার মাকে হত্যা করেছে—সন্ত্রাসবাদ তাকে হত্যা করেছে। যখন সন্ত্রাসীরা আপনার মাকে গুলি করে, তখন সেটা সন্ত্রাসবাদ। আর যখন আমাদের মা-মেয়েদের হত্যা করে, তখন সেটা সন্ত্রাসবাদ নয়?”
তিনি একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়ারও নিন্দা জানান। ওয়াইসির মতে, “মনে রাখবেন, যদি আপনি কোনো দেশে প্রবেশ করে নিরপরাধ মানুষকে হত্যা করেন, তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো দেশই চুপ করে থাকবে না।”
২০০৭ সালের ৩০ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক জনসভায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বিলাওয়ালের মা বেনজির ভুট্টো। এই হামলার সঙ্গে আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র থাকলেও মামলাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে।
আপনার মতামত লিখুন