প্রতারণা মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া মডেল মেঘনা আলম শেষমেশ জামিন পেয়েছেন। রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত চলাকালে মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্যও তলব করে কর্তৃপক্ষ।
এর আগে, ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়ার কিছুক্ষণ আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছে। ১২ মিনিটের বেশি সময় চলা সেই লাইভটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে তার আইডি থেকে তা ডিলিট হয়ে গেলেও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
পরদিন রাত সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আদালতে উপস্থাপন করে। আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের কারাবাসে পাঠানো হয়।
তাকে আটকের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে সামাজিক ও গণমাধ্যমে। এর রেশ ধরেই ১২ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সবশেষে, আদালতের নির্দেশে মেঘনা আলম জামিনে মুক্তি পেলেন, তবে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন