জঙ্গলে মিলল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর অভিনেতা রোহিত বাসফোরের নিথর দেহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ
জঙ্গলে মিলল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর অভিনেতা রোহিত বাসফোরের নিথর দেহ

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির গর্ভাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হলো জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-এর অভিনেতা রোহিত বাসফোরের মৃতদেহ। রোববার (২৭ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে বনভোজনের উদ্দেশ্যে ওই এলাকায় যান রোহিত। এরপর থেকে আর ফেরেননি তিনি। তার নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পরিবারের কাছে খবর আসে একটি দুর্ঘটনার। পরে জলপ্রপাতের ধারে তার নিথর দেহ পাওয়া যায়।

তবে পরিবার রোহিতের মৃত্যু স্বাভাবিক বলে মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। রোহিতের মরদেহে মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

রোহিতের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে শোকবার্তা। আগামী নভেম্বরে ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা, তার আগেই এমন অপ্রত্যাশিত খবর।

জানা গেছে, রোহিত পেশাগত কারণে মুম্বাইয়ে থাকতেন এবং কিছুদিন আগেই গুয়াহাটির নিজ বাড়িতে ফিরেছিলেন। রোববার দুপুরে তিনি বন্ধুদের সঙ্গে বের হন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। তখন থেকেই তারা চিন্তিত হয়ে পড়েন।

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে পার্কিং নিয়ে রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধরম বাসফোর নামের তিনজনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন রোহিত। সেই সময় তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। তাদের সঙ্গে অমনদীপ নামের এক জিম প্রশিক্ষকের নামও উঠে এসেছে, যিনি এই বনভোজনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাটিকে সন্দেহজনকভাবে দেখছে তারা। এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছেন সবাই।